সেন্সর পেল বন্ধন বিশ্বাসের সিনেমা ‘ছায়াবৃক্ষ’

Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩ | আপডেট: ১:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

বিনোদন প্রতিবেদকঃ

বুধবার ( ৪ অক্টোবর) সেন্সর বোর্ডের সদস‍্যদের ভূয়সী প্রশংসায় বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’’। চা শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্রটি খুব শ্রীঘ্রিই মুক্তির মিছিলে যোগ দিবে বলে জানান ছবির প্রযোজনা সংস্থা।

অনুপম কথাচিত্র প্রযোজিত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, নিরব হোসেন, সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু,আজম খান প্রমূখ।

ছায়াবৃক্ষ নিয়ে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবো বলে মনে করি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আশাকরি দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।

উল্লেখ্য, গত ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

অনন্যা অনু/জি এম নিউজ

Print Friendly, PDF & Email