ঝালকাঠিতে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

ঝালকাঠিতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর ) বিকেলে ধানের জমিতে বীজ রোপন করতে গিয়ে বজ্রপাতে মারা যান সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামের কৃষক ইসাহাক হাওলাদার (৬০)।
স্থানীয় সূত্র জানায়, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামে ধানের বীজ রোপণ করছিলেন কৃষক ইসাহাক হাওলাদার । বিকাল ৪ টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। রাতেই তাকে দাফন করা হবে।

Print Friendly, PDF & Email