সুবিধাভোগীকে দিয়ে বাতাস করালেন নলছিটি সমাজসেবা অফিসের সহকারী

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে সুবিধা নিতে আসলে এক নারীকে দিয়ে বাতাস করানোর অভিযোগ উঠেছে অফিস সহকারী আঃ মান্নানের বিরুদ্ধে। বুধবার (৯ আগস্ট) বাতাস করানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এলাকায় বেশ সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে । ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অফিস সহকারী আ. মান্নান দুপুরের খাবার খাচ্ছেন। ওই সময়ে অফিসে সেবা নিতে আসা এক নারী হাতপাখা দিয়ে তাকে বাতাস করছেন । কিন্তু ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি না হয়ে সরাসরি কথা বলার অনুরোধ জানান অফিস সহকারী আঃ মান্নান। নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী বলেন, আমি ছুটিতে থাকার কারনে বিষয়টি সম্পর্কে অবগত নই। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ পারভীন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোন ভাবেই এমনটা করার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email