বরগুনার আমতলীতে ২৫৯৩ হতদরিদ্র শিশুর জন্মদিন উদযাপন শিক্ষা উপকরণ বিতরণ।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৩ | আপডেট: ১২:১০:পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

বৃহসপতিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার দুই হাজার পাচ’শ ৯৩ হতদরিদ্র শিশুর জন্মদিন পালন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির সহযোগিতায় সেরকারী সংস্থা এনএসএস’র এ কর্মসূচির আয়োজন করে। কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির,ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার সুরুভি বিশ্বাস, আমতলী প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন আকন ও সাংবাদিক হোসাইন আলী কাজী। পরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ টেবিল, কলম, পেন্সিলসহ অন্যান্য উপকরণ বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email