মাদারীপুরে ইউনিয়ন পরিষদের সচিব কে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৩ | আপডেট: ১:১৫:পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মাওলাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মাওলার কাছে কয়েকদিন আগে জন্ম নিবন্ধনের জন্য আসেন স্থানীয় শাহাবুদ্দিন সরদার নামে এক লোকের স্বজনরা। সার্ভারে সমস্যার কারণে জন্ম নিবন্ধন পেতে দেরি হয়। একারনে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ব্রাহ্মন্দী নামক স্থানে তাকে একা পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখল করে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে গোলাম মাওলা বাদী হয়ে চারজনকে আসামি করে মাদারীপুর সদর থানা একটি মামলা দায়ের করেছেন। গোলাম মাওলা জানান, কয়েকদিন আগে জন্ম নিবন্ধন করতে এসেছিলেন শাহাবুদ্দিনের এক আত্মীয়।
সার্ভারে সমস্যা হওয়ার কারণে জন্ম নিবন্ধন করতে একটু দেরি হয়েছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে তারা আমার উপর হামলা করেছে। আমি এদের বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দোষিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email