
ঝালকাঠি নলছিটির পল্লীতে নামে ৫ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (২২ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ রিফাত আকন(৫) ওই এলাকার জামাল আকনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির সামনে স্কুলের মাঠে খেলা করছিল রিফাত । পাশেই খাল ছিল একপর্যায়ে শিশুটি সবার অগোচরে ওই খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে রিফাতের দাদি শিরিন বেগম বাড়ির পাশের খালে মৃত অবস্থায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান জানান,পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।