ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১৭, ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠিতে শনিবার (২২জুলাই) সড়ক দূর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী কওে অপমৃত্যু মামলা রজু করেছে। পরে পরিচয় শনাক্ত হওয়া নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম। শনিবার বিকেলে মরদেহ হস্তান্তরকালে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির উপস্থিত ছিলেন। আহত ২৩ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিৎিসাধীন আছে বলেও জানান তিনি।
নিহত ১৭ জনের মধ্যে যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন ১. তারেক রহমান (৪৫), পিতা-পান্না মিয়া ভান্ডারিয়া পৌরসভা, থানা ভান্ডারিয়া, ২. সালাম মোল্লা (৬০) পিতা মুজাফফর আলী, ভান্ডারিয়া পৌরসভা, থানা ভান্ডারিয়া ৩. খাদিজা বেগম (৪৩) স্বামী-মৃত মাওলানা নজরুল ইসলাম ৪. খুশবো আক্তার (১৭) পিতা- মাও. নজরুল ইসলাম, গ্রাম- নিজামিয়া, থানা- রাজাপুর, ৫. শাহীন মোল্লা (২৫) পিতা- মৃত. সালাম মোল্লা, ভান্ডারিয়া পৌরসভা, থানা ভান্ডারিয়া, ৬. সুমাইয়া (৬) পিতা- জালাল হাওলাদার, গ্রাম- পশারিবুনিয়া, ভান্ডারিয়া ৭. আবদুল্লাহ (৮) পিতা দেলোয়ার হোসেন, গ্রাম- চর বোয়ালিয়া, বাখরগঞ্জ ৮. রহিমা বেগম (৬০) স্বামী- মৃত. লাল মিয়া, রিজাভ পুকুর পাড়, ভান্ডারিয়া ৯. আবুল কালাম হাওলাদার, পিতা- মৃত. লাল মিয়া হাওলাদার ১০. নিপামনি (১) পিতা- রিপন মেহেদীগঞ্জ সদর, ১১. আইরিন আক্তার (২২) স্বামী রিপন হাওলাদার, মেহেদীগঞ্জ ১২. নয়ন (১৬) পিতা- নজরুল ইসলাম, বলাইবাড়ি, রাজাপুর, ১৩. রাবেয়া বেগম (৮০) স্বামী- মৃত. ফজলুল হক মৃধা, উত্তর শিয়ালকাঠি, ভান্ডারিয়া, ১৪. সালমা আক্তার মিতা (৪২) পিতা- তৈয়বুর রহমান বাশবুনিয়া কাঠালিয়া ।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তাঁরা হলেন, আবুল বাশার কাঠালিয়া, রাসেল মোল্লা ভান্ডারিয়া, ফাতিমা ভান্ডারিয়া, রাসেল ভান্ডারিয়া, মিফতা নলছিটি, রিজিয়া কাঠালিয়া, আরজু কাঠালিয়া, মনোয়ারা রাজাপুর, সুইটি ভোলা, রুকাইয়া বাউফল, আজিজুল নলছিটি, আলাউদ্দিন রাজাপুর, সোহেল রাজাপুর, আবুল কালাম রাজাপুর, আকাশ বরগুনা, সোহাগ সাতক্ষিরা, নাঈমুল মঠবাড়িয়া, সিদ্দিকুর বাউফল, মনিরুজ্জামান ভান্ডারিয়া, আল-আমিন ঝালকাঠি, সাব্বির বরিশাল। এ ছাড়া দুইজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে যাদের নাম জানা যায়নি।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহŸায়ক করে ৫ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে আহত এক যাত্রী জানান, ৪০ আসনের বাসটি সকাল ৮.৪৫ মিনিটে ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়ে। পথিমধ্যে বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠানোর ফলে যাত্রী সংখ্যা হয় প্রায় ৬০ জন। বাসটির ছাদেও কয়েকজন যাত্রী ছিল। বাসটি দ্রæত গতিতে চলছিল। এ সময় চালক বাসের সুপারভাইজারের সাথে কথা বলছিল। এ অবস্থায় ঝালকাঠির ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বামদিকের পুকুরে পড়ে যায়।
ধানসিড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মাসুম বলেন, আমি পরিষদে লোকজন নিয়ে বসে ছিলাম। হঠাৎ শব্দ শুনে বের হয়ে দেখি বাসটি পুকুরে পড়ে গেছে। এর মধ্যে পরিষদে যারা ছিল এবং আশপাশের লোকজন ছুটে গিয়ে যে যেভাবে পারছে লোকজনকে বাচানোর চেস্টা করে।
উদ্ধার কাজে অংশ নিয়ে আহত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য ফয়সাল রহমান বাবু। তিনি জানান, দুর্ঘটনার সময় আমি পরিষদের সামনেই ছিলাম। পুলিশ এবং দমকলবাহিনী পৌছার আগেই আমরা ৫০/৬০ জন মিলে উদ্ধার অভিযান শুরু করি।
ঝালকাঠি বাসমালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক মু: নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত বাসের ড্রাইভার এবং সুপারভাইজারের কোন সন্ধান পাওয়া যায়নি। হেলপার আকাশ (১৭)কে পাওয়া গেছে।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্যারের পক্ষ থেকে লাশ দাফন ও পরিবহনের জন্য এক লাখ টাকা দেয়া হয়েছে। তিনি আরও জানান, ১৭ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।
শনিবার (২২জুলাই) বাশার স্মৃতি পরিবহন(ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯ ) নামের বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে সকাল ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রæত গতিতে আসা বাসটি হঠাৎ উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।