নলছিটিতে কৃষি মেলার উদ্বোধন করলেন আমির হোসেন আমু (এমপি)

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩ | আপডেট: ৫:৪২:অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে তিনদিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু(এমপি)। রোববার(১৬জুলাই) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তিান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমির হোসেন আমু(এমপি)। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সমাপ্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা লস্কর প্রমুখ ।

Print Friendly, PDF & Email