নারীদের উন্নয়নের কাজ করছে আওয়ামীলীগ সরকার — আমির হোসেন আমু
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। নরীদের উন্নয়নে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে চাকরির আবেদন, স¦াস্থ্য সেবাসহ আইনি সহায়তা প্রদান করা হয়। নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে। যার কারনে বাংলাদেশ আজ সয়ংসম্পূর্ণ। নারীদের এখন দূরে যেতে হয় না, বরং ঘরে বসেই তারা সেবা পায়। জাতীয় মহিল সংস্থা, মহিলা ও শিশু বষিয়ক মন্ত্রণালয় এবং তথ্য কেন্দ্র ঝালকাঠি সদর কর্তৃক আয়োজিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতা, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।
শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে ত সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, জাতিয় মহিলা সংস্থা ঝালকাঠি সদর চেয়ারম্যান ফজিলাতুন নেছা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। এসময় তথ্য আপা প্রকল্প এর সদস্যদের মাঝে সম্মানি ভাতা প্রদান করে