ঝালকাঠিতে কিশোরিকে ধর্ষনকারি ঘটক র‌্যাবের হাতে আটক

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩ | আপডেট: ৩:৩৫:অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

ঝালকাঠির রাজাপুরে কিশোরীকে ধর্ষণকারি ঘটক হালিম সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব)-৮ এর একটি দল। শুক্রবার(১৪ জুলাই) নারায়নগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব’র আভিযানিক দল তাকে আটক করে। শনিবার দুপুরে ঘটক হালিম সিকদারকে রাজাপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের ৩ দিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটক ধর্ষণ করে ১৫ বছর বয়সী কিশোরীকে। এত অন্তঃস্বত্তা হওয়ায় বিয়ের পরেই স্বামীর ঘর ছাড়া হয়েছেন ওই কিশোরি নববধূ। এ ঘটনায় গত ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা। মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলেন। ১৪ জুলাই র‌্যাব- ৮ এর একটি দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেপ্তার করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছে।
উল্লেখ্য , প্রায় ১৩বছর পূর্বে ভুক্তভোগী কিশোরীর পিতা ও মাতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। সেই থেকেই ঐ কিশোরীকে তার নানা ভরন পোষন কওে আসছেন। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে নুর জামান নামের এক ব্যক্তির সাথে বিবাহ হয় ঐ কিশোরীর। এর আগে গত ১৫ এপ্রিল দুপুরের সময় কিশোরীর নানার বসত ঘরের পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার ধর্ষণ করেন ওই কিশোরিকে। পরে বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে কিশোরীকে হালিম সিকদার ধর্ষণ করে যে কারনে ঐ কিশোরী গর্ভবতী হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান , মামলার পর থেকেই আসামী হালিম সিকদার পলাতক ছিলো। তাকে নারায়ণগঞ্জের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে র‌্যাব- ৮ এর একটি দল আটক করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছে। হালিম সিকদারকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email