ঝালকাঠি কারাগারে ডাকাতি মামলার হাজতির মৃত্যু
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠিতে মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব (৪৭) নামে ডাকাতি মামলার এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি কারা তত্ত¡বধায়ক (জেলার) মো. আক্তার হোসেন শেখ।
আসামি রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলবীডাঙ্গী গ্রামের মৃত নূর ইসলাম ব্যাপারীর ছেলে। সে গত ২৪ ফেব্রæয়ারি থেকে ঝালকাঠি সদর থানার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে জেলা কারাগারে বন্দী ছিলেন।
ঝালকাঠি কারা তত্ত¡বধায়ক (জেলার) মোহাম্মদ আখতার হোসেন শেখ জানান, সকালে কারাগারে অবস্থানকালে আসামি রফিকুল ইসলামের বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় কারাগারের চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮ টার দিকে তাঁর মৃত্যু হয়। আসামির লাশ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।