বরগুনার আমতলী কমিউনিটি ক্লিনিকে ২২ বছর বিদ্যুৎ সংযোগ নেই। আবেদন করলেও সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩ | আপডেট: ১:৪২:পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩

প্রতিষ্ঠার ২২ বছরে আমতলী উপজেলার পুর্ব কলাগাছিয়া কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ নেই। পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের কর্তৃপক্ষকে ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ দিতে আবেদন করলেও তারা তা আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ। এতে ক্লিনিকে সেবাদান ব্যহত হচ্ছে। দ্রুত ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রান্তিক জনগোষ্ঠির সেবাদান অব্যহত রাখার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, ২০০১ সালে আমতলী উপজেলার পুর্ব কলাগাছিয়া গ্রামে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে চিকিৎসা সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। এতে ওই এলাকার অন্তত ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠি স্বাস্থ্য সেবা পাচ্ছেন। কিন্তু ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে ওই ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে ক্লিনিকের সিএইচসিপি মোসাম্মদ হাওয়া আক্তার ও সেবা নিতে আসা রোগীদের বেশ সমস্যা হচ্ছে। রোগীরা অতিরিক্ত গরমে হাসফাস করছে। অভিযোগ রয়েছে ওই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করলেও তারা বিদ্যুৎ সংযোগ দেয়নি।
সেবা নিতে আসা রোগী সুবর্না, লাভলী, সারমিন, সালমা ও নুরুল ইসলাম মল্লিক বলেন, ক্লিনিকে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবী জানাই।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় সিএইচসিপি বারান্দায় বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
ক্লিনিকের জমিদাতা রাজ্জাক মাতুব্বর ও ক্লিনিক পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা বলেন, ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যুৎ সংযোগ নেই। এতে গত ২২ বছরে ক্লিনিকে সেবাদান ব্যহত হচ্ছে। দ্রুত ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবী জানান তারা।
কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসাম্মদ হাওয়া আক্তার বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় খুবই সমস্যা হচ্ছে। এতে রোগীদের সেবাদান ব্যহত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের কর্তৃপক্ষকে ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ দিতে আবেদন করেছি কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না।
পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের ডিজিএম সঞ্জয় রায় বলেন, আমি মিটিংয়ে আছি। আবেদন করছেন কিনা তা, না দেখে কিছুই বলতে পারবো না। তবে তিনি বলেন আবেদন করলে সংযোগ দেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email