বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠির নলছিটির পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জামাল হোসেন হাওলাদার(৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই ) দুপুর ১২ টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন হাওলাদার ওই এলাকার মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে ও মসজিদ বাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক। তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে তিনি তার নিজ বসতঘরে বিদুৎ নিয়ে কাজ করার সময় একটি তার ছিঁটকে তার গায়ের উপর পড়লে তিনি বিদুৎতায়িত হয়। পরে পরিবারের লোকজন বাসার মেইনসুইচ অফ করে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামালা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।