বরিশালে লাশ বাহী ফ্রিজার এম্বুল্যান্সে গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

এম. আর. প্রিন্স এম. আর. প্রিন্স

সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক ঃ অভিনব কায়দায় লাশ বহনকারী ফ্রিজার এম্বুল্যান্সে করে মাদক পাচারকালে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই আন্তঃজেলা মাদক পাচারকারীকে আটক করেছে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা ।

 

বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে জানানো হয় জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গৌরনদী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

 

প্রেস ব্রিফিং এর মাধ্যমে আরও জানানো হয় , পুলিশ সুপার, বরিশাল ওয়াহিদুল ইসলাম ( বিপিএম) এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ শাহজাহান হোসেন ( পিপিএম) এবং ওসি-ডিবি মোহাম্মদ মিজানুর রহমানের তত্বাবধানে এসআই (নিঃ) / মোঃ ওবায়দুল কবীর এর নেতৃত্বে জেলা ডিবি’র একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন ২ নং বার্থী ইউপির ১ নং ওয়ার্ডস্থ বার্থীর মোড় হইতে বাঘমারা গামী পাকা রাস্তার জনৈক ফেরদাউস সরদারের বাড়ির উত্তর পাশ হইতে ২৬ জুন সকাল ৬ : ৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে মরদেহ বহনকারী ফ্রিজার এম্বুল্যান্সের মধ্যে মরদেহ রাখার স্থানে একটি কার্টুনের ভিতর খাকি কসটেপ দ্বারা পেঁচানো ২টি প্যাকেটে ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা সহ মাদক কারবারী ১. আব্দুল্লাহ রাফী (২১) পিতা – মোঃ ফারুক হোসনে, মাতা – রোকেয়া বেগম, সাং উত্তর চরচান্দিয়া, ৪ নং ওয়ার্ড ২. শ্রী সাগর বাবু (২৬), পিতা – শ্রী শান্তনু বাবু, মাতা – শেফালী রানী, সাং উত্তর চারতকান্দী ৭ নং ওয়ার্ড, উভয় থানা – সোনাগাজী, জেলা – ফেনী দ্বয়কে হাতেনাতে আটক করেছে ।

 

মাদক সহ আটককৃত গাড়ীর রেজিঃ নং ঢাকা মেট্রো – ঠ – ১১ – ৭৭৫৩ । গ্রেফতারকৃত পেশাদার এই মাদক ব্যবসায়ীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । আসামীদ্বয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা সীমান্তবর্তী ফেনী জেলা হইতে গৌরনদী থানা সহ বিভিন্ন এলাকায বিক্রয়ের জন্য বহন করতে গিয়ে ডিবি টিমের হাতে ধরা পড়ে ।

Print Friendly, PDF & Email