‘সেবা ক্লিনিক আ্যান্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স’র যুগপুর্তিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠির নলছিটিতে ‘সেবা ক্লিনিক আ্যান্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স’র একযুগপুর্তিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রায় ২শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০% ছাড় দেয়া হয়। সোমবার(২৬ জুন) সকাল ৮টায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এসময় ক্লিনিকের পরিচালকবৃন্দ, জেলা উপজেলার বিভিন্ন সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী ও স্থানীয় শুশীল, সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর যেন এই মহতী কার্যক্রম চালু থাকে। পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ারও আহবান জানিয়ে এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ব্যবসার চেয়ে মানুষের সেবার দিকে বেশী গুরুত্ব দিতে হবে ক্লিনিকের পরিচালকবৃন্দের কাছে এমনটাই প্রত্যাশা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ।
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এতিহ্যবাহী ‘সেবা ক্লিনিক’ আযোজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী রোগী দেখে ব্যাবস্থা দেন বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালের বিভিন্ন বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক । তারা প্রায় দুই শতাধীক রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানান প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক নাসিম সরদার।