ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩ | আপডেট: ৪:০৭:অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে এলএনজি চালিত অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার(২৬জুন) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন প্রতাপ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার প্রতাপ নামক স্থানে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আগত এলএনজি চালিত অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি সড়কের পাশে সিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে প্রেরন করা হলে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম(৩৫) ও মোসাঃ ছোয়ামনি(১৭)। গুরুত্বর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা মোঃ ফিরোজ খান। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পুলিশ সুত্র জানায়,এ ঘটনায় আহত অপর একজন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনার শিকার অটোরিক্সাটিতে মোট চারজন যাত্রী ছিলেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ নামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email