দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন কালকিনি খাসেরহাট আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩ | আপডেট: ১০:৫৪:অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মনিকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য, আর্থিক বিষয়ে গুরুতর অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ি মনিকে গত ১৭জুন বরখাস্ত করে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজ কর্তৃপক্ষ। পরিচালনা পর্ষদ ও কলেজ সুত্রে জানা গেছে, বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করে কলেজের তিনলক্ষ একান্ন হাজার তিনশত ২০টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছেন। এবং তিনি আর্থিক বিষয়ে গুরুতর অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিরসহ বিভিন্ন অনিয়মের সাথে জরিত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্তে তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমান পেলে তাকে চুরান্তভাবে বরখাস্ত করা হবে। অপরদিকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য, আর্থিক বিষয়ে গুরুতর অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে লিখিত অভিযোগ করায় ওইসব দপ্তর তার বিরুদ্ধে তদন্ত তরছেন বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্যরা।
পরিচালনা পর্ষদের সভাপতি আইনজীবি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের সিদ্ধান্তকে অমান্য করে অধ্যক্ষ মনি বেগম কলেজের তিনলক্ষ একান্ন হাজার তিনশত ২০টাকা নিজের কাছে দীর্ঘদিন যাবত রেখে দিয়েছেন। তাকে ওই টাকা ব্যাংকে জমা দিতে বলা হলেও তা তিনি অমান্য করছেন। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবং তার বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email