ঝালকাঠিতে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে শোকজ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩ | আপডেট: ৭:১২:অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ ওয়ারেচ আলী খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কিমিটি। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে শোকজ নোটিশ এর ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ায় বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ ওয়ারেচ আলী খানকে দল থেকে বহিস্কারের গুঞ্জন উঠেছে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অনেকেরই ধারণা, দেশের বিভিন্ন স্থানে দলীয় নির্দেশনা উপেক্ষা করে যারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে তাদের প্রথমে শোকজ ও পরে বহিস্কার করা হয়েছে। ঝালকাঠির পোনাবালিয়ার ক্ষেত্রেও এর বিকল্প হবে না। শুধু চিঠি আসার বাকি।
বিএনপি নেতা মোঃ ওয়ারেচ আলী খান জানান, ‘দল থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আমি এর জবাব দিব। তারা যদি সন্তুষ্ট হয়ে অনুমতি দেয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো। সব গুঞ্জন সত্যি হয় না, গুজবও হয়।’
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮ জুন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন খান , বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ওয়ারেচ আলী খান (স্বতন্ত্র) এবং পোনাবালিয়া ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান শাহিন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন ও ভোটগ্রহণ ১৭ জুলাই।

Print Friendly, PDF & Email