ঝালকাঠির নদীতে ধরা পড়ল ৮কেজি ওজনের চিতল মাছ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও গাবখান নদীর মোহনা থেকে উৎপত্তি হয়ে শহরের কাঠপট্টি, আড়দ্দারপট্টি, পালবাড়ি, বাসন্ডা, নেছারাবাদ এলাকার বুক চিরে পিপলিতা, চামটা হয়ে বাউকাঠি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্য বাসন্ডা নদীটির। এ নদীতে পেশাজীবী জেলেরা মাছ শিকার করলেও মাঝে মাঝে কেউ আবার শখের বসে মাছ শিকাওে নামেন। এতে শখও মেটে পাশাপাশি পরিবারের আমিষের চাহিদাও মেটে।
সোমবার দুপুরে চামটা এলাকার নদীতে হাত জাল নিয়ে মাছ ধরতে নামেন দারখি এলাকার যুবক ফায়েজ। তার জালেই ধরা পড়ল ৮কেজি ওজনের বিশাল একটি চিতল মাছ। মাছটি নিয়ে তীরে ওঠার পরেই দেখতে ভীড় জমান উৎসুক জনতা। পথচারীদের অনেকে গাড়ি থামিয়ে মাছটি কিনতে চাইলেও বিক্রি করতে রাজি হননি ফায়েজ। তিনি বলেন,‘শখের বসে মাঝে মধ্যেই নদীতে মাছ ধরতে যাই। সোমবার দুপুরে নদীতে জাল ফেললে বড় ধরনের কিছু একটা কিছু বেঁধেছে অনুভব করি। তবে এতো বড় একটা চিতল মাছ পাবো কল্পনাও করতে পারিনি। আল্লাহর অশেষ শুকরিয়া আমার জালে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। এতে আমি খুবই আনন্দিত। অনেকে মাছটি কিনতে চেয়েছে, কিন্তু আমি বিক্রি করিনি। বাড়ির সবাইকে নিয়ে এক বেলা খেতে পারলে আনন্দ পরিপুর্ণ হবে বলেও জানায় মাছ শিকারী ফায়েজ।’

Print Friendly, PDF & Email