নলছিটিতে গোরু চুরি করতে গিয়ে আটক ভোলার আ.রশিদ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩ | আপডেট: ৬:০৪:অপরাহ্ণ, জুন ১০, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে একটি গোরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ভোলা জেলার মো. আ. রশিদ(৫২)। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর দপদপিয়া গ্রামে সে একটি গোরুর খামারে চুরি করার সময় জনতার হাতে ধরা পড়েন আ.রশিদ। পরে তাকে স্থানীয় জনতা নলছিটি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে পশ্চিম চর দপদপিয়া গ্রামে কামরুল হাসান রূপমের গোরুর খামারের গ্রিল কাটার সময় পাহারাদার টের পেয়ে ডাকচিৎকার করলে এলাকাসি এসে ধাওয়া করে তাকে ধরে ফেলে। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। আটক মো. রশিদ ভোলা জেলার বেদুরিয়া ইউনিয়নের মো.মোতাজিন হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, গতকাল রাতে একটি খামারে চুরি করার সময় স্থানীয়রা চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email