নলছিটিতে গভীর রাতে সরকারি জমি দখলের চেষ্টা, উদ্ধার করল প্রশাসন

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ | আপডেট: ১০:০১:অপরাহ্ণ, মে ৩, ২০২৩

ঝালকাঠির নলছিটির রাতের আঁধারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(২মে) দিবাগত রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জমিতে দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার দুই ভাই সোহেল মোল্লা ও জুয়েল মোল্লা গভীর রাতে ২টি টিনের ঘর তোলে। পরে বুধবার(৩মে) সকালে নলছিটি থানা পুলিশ ঘঁনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা ২টি গুড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকার সেন্টু মার্কেটের সামনে সড়ক ও জনপদ’র জমিতে বাজার বসানোর নামে গভীর রাতে ঘর তুলে জমি দখলের পায়তারা করেছিল স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা ও জুয়েল মোল্লা। স্থানীয়রা বিষয়টি প্রসাশনকে জানালে সবকিছু ফেলে পালিয়ে যায় দখলদাররা। পরে তা ভেঙে গুড়িয়ে দেয় নলছিটি থানা পুলিশ ।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, দপদপিয়া ইউনিয়নে সড়ক ও জনপদের জমি দখল করার চেষ্টা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশে পুলিশ সেই স্থাপনা সড়িয়ে দিয়েছে।
দপদপিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো.আবু মুসা জানান, অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ পেয়ে তা কার্যকর করেছি।

Print Friendly, PDF & Email