‘হৈমন্তীর ইতিকথা’ বড় পর্দায় ঐশিকা ঐশির অভিষেক

Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ | আপডেট: ৫:১১:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

অনন্যা অনু, বিনোদন ডেস্কঃ

বাংলা সাহিত্যের অনেক চরিত্র উঠে এসেছে সিনেমার পর্দায়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন।

সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ঐশিকা ঐশি। তিনি একাধারে একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও নাট্যশিল্পী। সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঐশি বলেন, ‘জীবননির্ভর, সাহিত্যনির্ভর গল্প আমার সবসময়ের পছন্দ। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের বিষয়। আর আমার জন্য বেশ চ্যালেঞ্জেরও।’
ঐশি আরও বলেন, ‘‘সিনেমার প্রতি ভালোবাসা থেকে এখানে ক্যারিয়ার গড়তে চাই। তবে সেটি ‘হৈমন্তীর ইতিকথা’ মুক্তি পাওয়ার পর। আর নিয়মিত কাজের জন্য আমার আরো প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। তাই নিজেকে প্রস্তুত করছি।’’

‘হৈমন্তীর ইতিকথা’য় ঐশিকার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইফ খান। অন্যান্য চরিত্রে আছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মোহাম্মদ আবদুল হামিদ, সিনথিয়া লিজা প্রমুখ।

উল্লেখ্য, নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ঈদ-উল আযহায় সিনেমাটি মুক্তি পেতে পারে ।

Print Friendly, PDF & Email