এবার ঈদে  ৪০টি ডান্স পারফরমেন্স এর পরিচালনায় সোহাগ

Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩ | আপডেট: ৪:১১:অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

ফাতেমা ফেরদৌসী, (অনন্যা অনু), বিনোদন ডেস্কঃ

সোহাগের পরিচালনায় বরাবরের মত এবার ঈদে এগিয়ে সবচেয়ে বেশি পারফরম্যান্স। প্রচারিত  হবে বিভিন্ন টিভি চ্যানেলে তারকা-খচিত নাচের অনুষ্ঠান।

এ প্রসঙ্গে তারকা নৃত্যশিল্পী সোহাগের সাথে কথা বললে সোহাগ   বলেন, ঠিক বেশিদিন আগের কথা না ২০০৯-১০ ও ১১ সালে থেকে পনের ষোল সাল পর্যন্ত প্রতিটি চ্যানেলে ধারাবাহিকভাবে নাচের অনুষ্ঠান প্রচারিত হতো বিশেষ দিনগুলোতে। কিন্তু ইদানিং চ্যানেল গুলোতেই তেমন একটি নাচের অনুষ্ঠান বানানোর আগ্রহ দেখাচ্ছেনা কতৃপক্ষরা এতে করে শিল্পী এবং নৃত্য পরিচালকরা হতাশ। বিশেষ করে যারা প্রফেশনাল ডান্স আর্টিস্ট এবং ডান্স কোরিওগ্রাফার টেলিভিশন চ্যানেলগুলো যদি অত্যন্ত বিশেষ দিনগুলোতেও  এভাবে নাচের অনুষ্ঠান বানাতে অনাগ্রহ  দেখায়, ভবিষ্যতে টেলিভিশন শূন্য হতে পারে নাচের অনুষ্ঠানে।

তিনি বলেন, যুগের পরে যুগ টেলিভিশনের স্কিনকে তাল লয়, অভিব্যক্তি,কালারফুল পারফরমেন্স দিয়ে যারা অলংকৃত করেছে তাদের আচরণে হতাশ। কিন্তু এখন টেলিভিশন কর্তৃপক্ষরা দায় সারা একটা উত্তর দেয় সবসময়। স্পন্সর পাওয়া যাচ্ছে না, আগ্রহ দেখাচ্ছেনা, তাদের কি নিজেদের কোন দায়বদ্ধতা নেই নৃত্যশিল্পীদের জন্য। এতে করে নতুন প্রজন্মরা নিজেরা নিজেদের মতো করে ছোট পরিসরে অনুষ্ঠান বানিয়ে, ফেসবুকে ইউটিউব চ্যানেলে পেইজে প্রচার করছে, যেটা প্রশংসাযোগ্য।  তারপরেও যতগুলো অনুষ্ঠান হয়েছে শাহরিয়ার সোহাগ করেছে সবচেয়ে বেশি কোরিওগ্রাফি।

তারকা শিল্পী এবং তারকা নিত্য শিল্পী ছাড়া সোহাগকে ভাবা যায় না। তাই এবার যারা পারফরমেন্স করেছে সোহাগের করিওগ্রাফিতে তার মধ্যে উল্লেখযোগ্য শিল্পী হচ্ছে – সিয়াম আহমেদ, পূজা চেরি, পূর্ণিমা, ফেরদৌস, তারিন জাহান, চাঁদনী, অপু বিশ্বাস, দিঘী, মেহজাবিন চৌধুরী, এছাড়াও নতুন প্রজন্ম সিনথিয়া ইয়াসমিন, শাওন, নিশা, বারিশ, নাঈম, ইচ্ছা, শিরিন শিলা, চঞ্চল, অর্ণব, প্রিয় মনি, টুইংকেল।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা, চট্টগ্রাম টেলিভিশনের তারকা খচিত অনুষ্ঠান  তারার  মেলা, গ্লোবাল টেলিভিশনের সাত দিনব্যাপী নাচের অনুষ্ঠান, সহ আরো কয়েকটি চ্যানেলে।
এটা ছাড়াও আরো কম্পোজিশন করেছে জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ এবং  জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া নিশীতা বড়ুয়া গানের সাথেনাচের কম্পোজিশন। ভবিষ্যতে কর্তৃপক্ষের কাছে এই শিল্পীর দাবি অত্যন্ত বিশেষ দিনগুলোতে যেন অনুষ্ঠান বানিয়ে নৃত্যশিল্পীদের এই চর্চা কে অব্যাহতি রাখে।

এই শিল্পীর কাছে জানা যায়, এবার  চাঁদ রাতের  আগেই নৃত্যশিল্পী সোহাগ তার মায়ের সাথে ঈদ করার জন্য তাদের গ্রামের বাড়ি বরিশালে অবস্থান করবেন।

Print Friendly, PDF & Email