বরগুনার আমতলীতে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ | আপডেট: ১:০৫:পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল হক কাওসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, পৌর প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন , মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।

Print Friendly, PDF & Email