ঝালকাঠিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

পুলিশের কাজে বাধাদান এর মামলায় বিএনপি. যুবদল ও ছাত্রদলের শীর্ষ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে গেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়াজ পারভেজ জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামীদের আদালত চত্ত¡র থেকে কারাগারে নেয়ার জন্য পুলিশ ভ্যানে উঠানোর সময় তারা বিক্ষোভ করেন।

 

নেতৃবৃন্দরা হলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী, জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহŸায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা তাতী দল সভাপতি বাচ্চু হাসান খান, যুবদল নেতা চন্দন পোদ্দার, জাহিদুল ইসলাম হাওলাদার, ইয়াসির আরাফাত মিঠু, আতিকুর রহমান খালেক ও সাদ্দাম হোসেন।

 

আদালত সূত্র ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, গত ২৫ মার্চ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীতে লাঠিচার্জ করে পুলিশ। শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশ লাঠিচার্জ করায় উত্তেজিত হয়ে নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও বিএনপি দলীয় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।

 

ওই দিন ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে এবং আটক নেতাকর্মীসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২৫ ফেব্রæয়ারি রাতে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক বদী হয়ে এ মামলা করেন। আটককৃত আসামীরা ঝালকাঠির আদালত থেকে এবং এজাহার নামীয় অন্যান্য আসামী উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৬ সপ্তাহের অগ্রিম জামিন আনেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার ধার্য তারিখে হাজিরা দিলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার পারভেজ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কমর্সূচির অংশ হিসেবে প্রথমে গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে এগোতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে ২ ২জন নামধারী প্রায় দুইশ নেতাকর্মীর নামে/বেনামে মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটকদের মুক্তি ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি।

Print Friendly, PDF & Email