কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠির কাঠালিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগন। বুধবার(২৯মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলাবাসী আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, কাঠালিয়াবাসীর পিঠ ওয়ালে ঠেকে গেছে। বিষখালী নদীর ভাঙনে উপজেলাবাসী আজ দিশেহারা ভিটেমাটি হারিয়ে যেটুকু টিকে আছে সেটাও আজ বিলীন হওয়ার মুখে আছে। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় কৃষকের ফসলি জমি তালিয়ে হাজার হাজার টাকার ফসল নষ্ট হয়ে যাচেছ। আমরা দ্রæত স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবি জানাচ্ছি।
কাঠালিয়া নাগরিক ফোরামের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাসেল শিকদার, কাঠালিয়া সামাজিক আন্দোলনের সভাপতি মো. তুহিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াসউদ্দিন বাচ্চু শিকদার, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো.মনিরুজ্জামানসহ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মিজানুর রহমান জানান, তাদের দাবির ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।