জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জাল হোসেন, সাধারণ সম্পাদক সুনিল বরন হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোমাদ্দার ও নলছিটি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জলিলুর রহমান আকন্দ, রাজাপুর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে মাধ্যমিক শিক্ষার ৯৫ ভাগ পরিচালিত হয় বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এই বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জোড় দাবি জানান শিক্ষক নেতারা।
মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাব চত্তরে গিয়ে শেষ হয়। এতে জেলার কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারি অংশ নেন।