বরগুনার অবহিতকরণ কর্মশালা ।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ৩:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৩ | আপডেট: ৩:৫৯:পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৩

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এফএইচ এ্যাসোসিয়েশনের সহযোগীতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ডাঃ জায়েদ আলম ইরাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ওসি একেএম মিজানুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা, সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম ও এফএইচ এ্যাসোসিয়েশনের এরিয়া ম্যানেজার মোঃ শরীফুল ইসলাম, সাংবাদিক মোঃ জাকির হোসেন ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ। অবহিতকরণ কর্মশালায় প্রশাসন, সাংবাদিক, এজিও কর্মীসহ অর্ধ শতাধিক মানুষ অংশ গ্রহন করেছেন।

Print Friendly, PDF & Email