শোক সংবাদ। সাবেক ইউপি সদস্য নুসরাত জাহান লিনা।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৩ | আপডেট: ১:৩৬:পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৩

দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের স্ত্রী পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের তালতলী উপজেলা শাখার সহ-সভাপতি মোসাঃ নুসরাত জাহান লিনা (৪০) দুরারোগ্য ক্যান্সার ব্যাধীতে আক্রান্ত হয়ে সোমবার রাত ১০টায় নাটোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় তার নিজ বাড়ী তালতলী উপজেলার কলারং কচুপাত্রা গ্রামের সিকদার বাড়ীতে প্রথম এবং বাবা আব্দুল গফুর হাওলাদার বাড়ী কলাপাড়া উপজেলার মহিপুর থানার সেরাজপুর গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা নামাজ শেষে মরহুমের মরদেহ তার বাবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুছা, বে-সরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email