আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, ওসি একেএম মিজানুর রহমান, সাবেক নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার জোসনা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাঃ নুসরাত জাহান লিমু ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন। প্রধান শিক্ষক এমএ হান্নান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাশির মিয়া, সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম কাওসার ও মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।