বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে। চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | আপডেট: ১১:৫৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনে তিনজন আওয়ামীলীগ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এমএ কাদের মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওমর ফারুক জেহাদী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জিল্লুর রহমান রুবেল মোক্তারের সাথে প্রতিদ্বন্ধিতা করবেন।
জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের পুনঃনির্বাচন আগামী ১৬ মার্চ। এ নির্বাচনে আওয়ামীলীগের চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। কিন্তু আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া। দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে সোমবার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান, সাবেক উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পদক গাজী সামসুল হক ও চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মোঃ আলতাফ হাওলাদার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনজন আওয়ামীলীগ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলীয় মনোনিত প্রার্থী এমএ কাদের মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওমর ফারুক জেহাদী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জিল্লুর রহমান রুবেল মোক্তারের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবেন। এ নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল। এর মধ্যে চারজন আওয়ামীলীগ প্রার্থী ছিল।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, কেন্দ্রিয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রার্থী এমএ কাদের মিয়াকে সমর্থণ জানিয়ে তিনজনের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তিনি আরো বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমরা ঐক্যবন্ধ হয়ে কাজ করবো।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, তিনজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

Print Friendly, PDF & Email