নলছিটিতে যুবলীগ’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠির নলছিটিতে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৬ ফেব্রæয়ারী) শহরের বিজয় উল্লাস চত্বরে উপজেলা যুবলীগ’র আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় যুবলীগ ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা মামুন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও যুবলীগ নেতা লাইজুর রহমান রিয়াজ, শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান প্রমুখ।
বক্তারা বিএনপির বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার তীব্র প্রতিবাদ করেন। যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী যে কোন চক্রান্ত রুখে দিবেন বলে তারা হুশিয়ারী দেন।