জলিলুর রহমান আকন্দকে সভাপতি করে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র কমিটি গঠন,

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | আপডেট: ৬:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

‘নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দকে সভাপতি করে ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ শিক্ষক সমিতি’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দকে সভাপতি ও উপজেলার ‘তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীনকে সাধারণ সম্পাদক করে শাখার ৫১ সদস্য বিশিষ্ট সমিতি নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সমিতির সভাপতি মোঃ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের সভাপতি অধ্যক্ষ মোহম্মদ ফরিদুল আলম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ঝালকাঠি জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহম্মদ তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সুনীল বরণ হালদার। এ ছাড়া সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শেখর চন্দ্র মন্ডল (সরমহল পুণিহাট মাধ্যমিক বিদ্যালয়), মোঃ আবদুল মালেক(গোহাইল বাডি জেএম মা/বি), মোঃ খলিলুর রহমান (প্রেমহার মা/বি), আবদুল জলিল হাওলাদার(সিদ্ধকাঠি মা/বি), মোঃ আবদুস সালাম হাওলাদার(জেড এ ভুট্টো মা/বি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার শিকদার(বিজি ইউনিয়ন মা/বি), মোঃ মহিউদ্দিন আহমেদ(ষাইট পাকিয়া ম/বি), সাংগঠনিক সম্পাদক কামাল ফরাজী(আমিরুন্নেছা বালিকা বিঃ), অর্থ সম্পাদক মোহম্মদ ফারুক আহমেদ খান(সুবিদপুর মা/বি), দপ্তর সম্পাদক মোঃ শাহীন হোসেন(কয়া আদর্শ মা/বি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহম্মদ আবুল কাশেম(তেতুলবাড়িয়া ইসলামিয়া মা/বি), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম(,জেড এ ভুট্টো বালিকা মা/বি), সমাজ কল্যাণ সম্পাদক মোহম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার(ভরতকাঠি জিআরমা/বি), সাংস্কৃতিক সম্পাদক মিলন কান্তি দাস(নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ), মহিলা বিষয়ক সম্পাদক আইরিন পারভীন(আমিরুন্নেছা বালিকা মা/বি),
সদস্য মোহম্মদ ফারুক হোসেন জোমাদ্দার(পাওতা মাধ্যমিক বিদ্যালয়), মোঃ শাহজাহান মল্লিক(পঞ্চগ্রাম আদর্শ মা/বি), বাবুল চক্রবর্তী(রানাপাশা মা/বি), মোহম্মদ হুমায়ুন কবির(ইছাপাশা মছেল উদ্দিন মা/বি), মোহম্মদ মোকসেদুর রহমান(রায়াপুর সৈয়দ আবদুল লতিফ মা/বি), মোহম্মদ মহিউদ্দিন(কুলকাঠি শহীদিয়া মা/বি), মোঃ আবুল কালাম আজাদ(দেলদুয়ার বালিকা মা/বি), মোঃ ইউনুচ আলী(কুশঙ্গল বালিকা মা/বি), মোহম্মদ মহসিন আলী মৃধা(মাটিভাঙা মা/বি) ,মোহম্মদ শহীদুল ইসলাম মিয়া(চৌদ্দবুড়িয়া মা/বি), মোহম্মদ আবদুল কুদ্দুস মোল্লা(ভবানীপুর আদর্শ মা/বি) , বিন ই আমিন(নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ), মোসাঃ রাশিদা বেগম(জুরকাঠী বালিকা মা/বি), বিধান চন্দ্র মন্ডল(নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ), মোঃ দেলোয়ার হোসেন(বিজি ইউনিয়ন একাডেমি মা/বি), মোঃ মোসলেম গাজী(শংকরপাশা মা/বি), মোঃ জয়নাল আবেদীন( প্রেমহার মা/বি), গৌতম কুমার দাস(চন্দ্রকান্দা মা /বি), মোঃ আনোয়ার হোসেন(সরমহল পুণিহাট মা/বি), মোহম্মদ মামুন অর রশিদ(তিমিরকাঠি মা/বি), রিপন কুমার চ্যাটার্জি(বিজি ইউনিয়ন একাডেমি মা/বি), বিশ্বজিত বসু(জেড এ ভুট্টো বালিকা মা/বি), তুষার কান্তি বসু(ইছাপাশা মছেলউদ্দিনমা/বি), মোঃ আজাদ হোসেন(ভরতকাঠি জি আর মা/বি), মোঃ মাজহারুল ইসলাম(গোহাইলবাডি জেএম মা/বি), মোঃ কামরুজ্জামান(সুবিদপুর মা/বি), সেঁজুতি বিশ্বাস(সিদ্ধকাঠি মা/বি), আইরিন পারভীন(আমিরুন্নে মা/বি), রতন কুমার দাস(প্রতাপ মা/বি), মোঃ বাদশা মল্লিক(পাওতা মা/বি), মোঃ রিয়াজ রহমান(সরমহল পুণিহাট মা/বি), সাইদুল ইসলাম(রায়াপুর সৈয়দ আবদুল লতিফ মা/বি) , মোঃ হানিফ হোসেন খান(পাওতা মা/বি) , মোঃ শাহ জামাল(আবদুল লতিফ মা/বি)।

Print Friendly, PDF & Email