ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষে ওসিসহ আহত ২০, আটক ১৬
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষে সদর থানার ওসিসহ ৩পুলিশ এবং ১৭ বিএনপি নেতা কর্মী আহত হয়েছে। এ ঘটনায় জেলা য্বুদলের সদস্য সচিব অ্যাড. আনিসুর রহমান খানসহ ১৬নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার সময় শহরের আমতলা রোডের বিএনপির অফিসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচী অনুযায়ী শহরের আমতলা গলি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে দুপুর ১২টার দিকে জমায়েত হয় দলীয় নেতাকর্মীরা। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ আরো অনেকে। পরে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তিতে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিএনপির নেতা কর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে সদর থানার ওসি অপারেশন ফিরোজ কবীরের মাথায় ইট পড়ে ফেটে যায় এবং এসআই নজরুল ইসলাম ও এসআই শফিকুল ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের সাথে সাথে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
বিএনপির ইটপাটকেল নিক্ষেপের সাথে সাথে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির গনজমায়েত ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাড.আনিসুর রহমান খানসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার ও পুলিশের কর্মকর্তারা আহতদের নিয়ে ব্যাস্ত থাকায় তাদের বক্তব্য ও আটককৃতদের নাম পাওয়া যায়নি।