পাঁচ দফা প্রস্তাবে আমীন আমীন ধ্বনিতে নেছারাবাদের মাহফিল সম্পন্ন মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু সিনিয়র সাংবাদিক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ লাখো মুসল্লি, ভক্ত-আশেকের আমীন-আমীন ধ্বনি ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলÑপ্রখ্যাত বুযর্গ, খ্যাতিমান দার্শনিক ও সমাজ সংস্কারক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠি নেছারাবাদের ঐতিহ্যবাহী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। আখেরী মুনাজাত-পূর্ব সমাপনী বয়ানে তিনিÑ‘কাস্রাতে যিকরুল্লাহ ও নেসবতে আহলুল্লাহ’ অর্থাৎ অধিক পরিমাণে যিকির ও আল্লাহ-অলাদের সোহবত গ্রহণের উপদেশ দেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর যোগ্য উত্তরসূরী আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী । তিনি বলেনÑ‘আল্লাহ-অলাদের সাথে সম্পর্ক জুড়ে থাকার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তি। দল মত-ছেলছেলা নির্বিশেষে দেশের পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃত্ব, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমাজের প্রতিনিধি পর্যায়ের ব্যক্তিবর্গসহ সাধারণ ধর্ম প্রাণ মানুষের মিলন মেলায় পরিণত হওয়া দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ মাহফিলের সুনির্দিষ্ট লক্ষ্য ছিলো আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথে জাতীয় ও ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ইসলামী সমাজ নির্মাণে আগত মেহমানদের গড়ে তোলা। ফলে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত নামায-কালাম, যেকের-আযকার, তসবীহ-তাহলীল, মাসলা-মাসায়েল ইত্যাদি হাতে-কলমে প্রশিক্ষণসহ ওয়াজ নসীহত সবকিছুতেই ছিলো আগত মানুষের জন্য শিক্ষণীয় এক ব্যতিক্রমী আবহ। মুনাজাতের পূর্ব-মুহূর্তে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের পক্ষ থেকে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণার্থে ০৫ দফা প্রস্তাব পেশ করা হলেÑউপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত সমর্থন ও তকবির ধনির মধ্য দিয়ে সমর্থিত হওয়ায়তা এখন জাতীয় দাবি ও কর্তব্য হিসেবে স্বীকৃত হয়েছে। প্রস্তাবসমূহ এই ০১. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশে^র সকল মানুষের নিকট যার যতটুকু সম্বল আছে তাই নিয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানো; ০২. হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রবর্তিত ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ তথা ‘মতানৈক্যসহ ঐক্য’ নীতির ভিত্তিতে বিশ্বব্যাপী চরম সঙ্কটে নিপতিত মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়া; ০৩. জাতীয় অধঃপতন ঠেকাতে সর্বপ্রকার বেপর্দেগী-বেলেল্লাপনা ও অশ্লীলতা প্রতিরোধে দেশের সকল রাজনৈতিক-অরাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের এগিয়ে আসা; ০৪. নাস্তিক্য বাদের প্রচার ও প্রতিষ্ঠা প্রতীয়মান হওয়ায় ২০২৩-এর জন্য নির্ধারিত সমুদয় পাঠ্যপুস্তক প্রত্যাহার ও গণসচেতনতা সৃষ্টি; ০৫. সামাজিক দুর্দশাও জনক্ষোভ লাঘবে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও বাস্তব-সম্মত ব্যবস্থা গ্রহণ। এসব প্রস্তাবগৃহীত হবার পর হযরত নেছারাবাদী হুজুর সকলকে মুবারকবাদ জ্ঞাপন করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। আরও পড়ুন রাজাপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে মায়ের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন