বাবুগঞ্জে গ্রামীণ পরিবহনের ধাক্কায় বৃদ্ধা নিহত

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | আপডেট: ১১:০৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
বাবুগঞ্জে গ্রামীণ পরিবহনের ধাক্কায় বৃদ্ধা নিহত
বাবুগঞ্জ প্রতিনিধি:   ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জস্থ নতুনহাট স্টেশনে গ্রামীন পরিবহনের ধাক্কায় বৃদ্ধা নিহত হয়েছে বলে জানাগেছে।
নিহত বৃদ্ধা নতুনহাট রাকুদিয়া গ্রামের মোস্তফা ফকিরের স্ত্রী রাহিমা বেগম (৭০)।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,  ঢাকা -বরিশাল মহাসড়কের  নতুনহাট নামক স্টেশনে রাহিমা বেগম রাস্তা পারাপারের সময় মুলাদী  থেকে ছেড়ে আসা গ্রামীন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫ – ৩৫৫৮)
তাকে ধক্কা দেয়।
এসময় তিনি গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 স্থানীয় জনতা গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আটক গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফজতে রাখা হয়েছে। দূর্ঘটনায় নিহতের ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email