বাবুগঞ্জে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ফুলেল শুভেচ্ছায় সিক্ত
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহাবুব হোসেন নিজ উপজেলা মুলাদীতে সফরকালে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরীঘাটে ফুলেল শুভেচছায় সিক্ত হয়েছেন।
শুক্রবার ১২ টায় মীরগঞ্জ ফেরিতে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্যানপ্যাসিফিক হোটেল সোনার গাঁও এর সাবেক পরিচালক, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আতিকুর রহমান আতিক। এছাড়া এসময় বাবুগঞ্জ ও মুলাদীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুক্রবার দুপুর ১২ টায় এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানায় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ জিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসাইন,বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু খান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মুলাদী কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাস, জাপা নেতা ওমর ফারুক বাবুল আকন, আ’লীগ নেতা আজিজুল ইসলাম বাবুল, মাঝি মাসুম রেজা, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসাদুজ্জামান মেননসহ বিভিন্নপর্যায়েরর নেতৃবৃন্দ।