বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার দুটির পাশে দাঁড়িয়েছেন আতিকুর রহমান আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | আপডেট: ৩:৩৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ বাবুগঞ্জ প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারী বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ঘরে বসবাসরত বাবুল খান ও শহীদ খানের পরিবার দুটি নিঃস্ব হয়ে যায়। অসহায় পরিবার দুইটির পাশে দাঁড়িয়েছেন প্যানপ্যাসিফিক হোটেল সোনার গাঁও এর সাবেক পরিচালক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আতিকুর রহমান আতিক। শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে যান তিনি। এসময় নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা, আওয়ামিলীগ নেতা মাসুম রেজা, আজিজুল ইসলাম বাবুল ফকির প্রমুখ। আরও পড়ুন কাঠালিয়ার রুনু বেগম ক্যান্সার আক্রান্ত, মানবিক সহায়তা প্রয়োজন। আজ (১৪ ডিসেম্বর) বরগুনার আমতলী মুক্ত দিবস।