নলছিটিতে নেশার টাকা না দেয়ায় বড় ভাইয়ের মোটরসাইকেলে আগুন দিল ছোট ভাই

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | আপডেট: ১০:৩৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

নেশার টাকা না দেয়ায় ঝালকাঠির নলছিটিতে ছোটভাই বড় ভাইয়ের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার(১৩ ফেব্রæয়ারী) সন্ধ্যায় শহরের নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সড়কে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বড় ভাই মো. দলিল উদ্দিন শাহিন জানান, আমার আপন ভাই মো. শাহআলম অনেক দিন ধরেই নেশার সাথে জড়িত। সে প্রায় সময়ে আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেশা করতো। বিগত কয়েক দিন সে টাকার জন্য আমার কাছে বেশ কয়েকবার তাগিদ দেয়। আমি তাকে আর কোন টাকা পয়সা দিবো না বলে স্পষ্ট জানিয়ে দেই। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার পথরোধ করে আমার ব্যবহৃত বাজাজ কোম্পানির প্লাটিনা মডেলের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এর আগে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আগুনে মোটর সাইকেলটির অধিকাংশই পুড়ে গেছে। এসময় আমি নলছিটি থানা পুলিশে খবর দিলে সে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।
তারা দুজনে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং তাদের পিতার নাম মো.ফরিদ হাওলাদার। তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে গাড়ি পোড়ানো ও চাঁদাবাজি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি। নলছিটি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মনোরঞ্জন মিস্তিরি জানান,আপাতত আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে এসেছি । অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email