বরগুনার আমতলীতে ডিজিটাল জড়িপ কার্যক্রম শুরু।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩ | আপডেট: ১২:০৪:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

ছয় বছর পরে আমতলী উপজেলার ডিজিটাল জড়িপ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার উপজেলা সেটেলমেন্ট অফিসে কার্যক্রম উদ্বোধন করেছেন সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম।
জানাগেছে, ২০১৪ সালে আমতলী উপজেলার ডিজিটাল জড়িপ কার্যক্রম শুরু হয়। আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা ও নীলগঞ্জ মৌজার মাঠ জড়িপ শেষ হয়। কিন্তু ২০১৭ সালে স্থানীয় সবুজ নামের এক ব্যাক্তি জড়িপ কার্যক্রম নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। উচ্চ আদালত জড়িপ কার্যক্রম বন্ধ করে দেয়। দীর্ঘ ছয় বছর জড়িপ কার্যক্রম বন্ধ ছিল। উচ্চ আদালতের নির্দেশে বুধবার আমতলী উপজেলা সেটেলমেন্ট অফিসে সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করেছেন। পাঁচজন আপত্তি অফিসার জমির মালিকদের আপত্তি নিষ্পত্তি করছেন। উল্লেখ্য উপজেলার নীলগঞ্জ মৌজায় তিন হাজার ৮’শ ৫৯ এবং পুজাখোলা মৌজায় এক হাজার ৮’শ ৮৮ জন জমির মালিক আপত্তি দিয়েছেন।
আমতলী উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০১৪ সালে সরকারী নির্দেশে আমতলী উপজেলায় ডিজিটাল জড়িপ কার্যক্রম শুরু করি। তিন বছরে মাঠ জড়িপ কাজ শেষ হয়। কিন্তু ২০১৭ সালে এ জড়িপ কার্যক্রম নিয়ে সবুজ নামের এক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। দীর্ঘ ছয় বছর জড়িপ কার্যক্রম বন্ধ ছিল। উচ্চ আদালতের নির্দেশে আবারো জড়িপ কার্যক্রম শুরু করেছি।

Print Friendly, PDF & Email