বাবুগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩ | আপডেট: ৮:১১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নিজ ঘরেরর আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাইফুল ইসলাম ছোলম (৩৫)। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে  উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের হাজী বাড়ীর নিজ গৃহ থেকে তাকে উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম মৃত হাজ্বী আজাহার উদ্দিন হাওলাদার সেজো ছেলে। বিষয়টি নিশ্চত করে বাবুগঞ্জ থানার এসআই আজাদ বলেন, সাইফুল ইসলাম এর মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

জানাযায়, সাইফুল ইসলাম ও তার স্ত্রী ওয়াহিদা বেগমের সাথে দীর্ঘ দিন যাবৎ কলহ চলে আসছিলো।  গত ২ মাস আগে স্ত্রী ওয়াহিদা একামাত্র কন্যা সারা(২) কে নিয়ে বাপের বাড়ি চলে যায়। বিষয়টি নিয়ে সাইফুল ইসলাম মানুষিকভাবে ভেঙে পরায় আত্মহত্যা করেছে বলে ধারনা করছেন পরিবার।
বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,  আত্মহত্যাকারির  মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।  আত্মহত্যার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email