শ্রমিক লীগের কমিটি ঘোষনা, রুবেল সভাপতি ও রিয়াজ সাধারন সম্পাদক

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩ | আপডেট: ৭:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

রুবেল হাওলাদারকেকে সভাপতি ও মো.রিয়াজ আকনকে সাধারন সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগের ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক আছেন বশির সিকদার। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কুশঙ্গল ইউনিয়ন পরিষদে হলরুমে অনুষ্ঠত ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, কুশঙ্গল ইউনিয়ণ চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, বিশেষ বক্তা ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক হৃদয় হোসেন রিপন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনছার মল্লিক,উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরদার, পৌর শ্রমিক লীগের সভাপতি জুলহাস খান, সাধারন সম্পাদক মনির বিশ্বাস প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা কুশঙ্গল ইউনিয়ন শ্রমিক লীগকে শক্তিশালি করার প্রত্যয় ব্যাক্ত করেন এবং তাদের দলীয় কার্যক্রম সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email