‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার’ –আমির হোসেন আমু
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এই দেশ স্বাধীন হবার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই তিনি এই দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয় করন করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে।’ সোমবার দুপুরে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-২(ঝালকাঠি সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, পাঠ্যাভ্যাস করা, খেলাধুলা করা, শারীরিক ব্যায়াম করলে আমাদের দেশের তরুনরা বিপদগামী হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে বিশেষ প্রাধান্য দিয়েছেন। যাতে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেকে তৈরী করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরাজুল হক টুটুল , সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। অনেকে দীর্ঘদিন পরে তাদের সহপাঠিদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে। এ সময় উৎসবে মেতে ওঠে তারা।