বরগুনার আমতলীতে মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩ | আপডেট: ১১:৫৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

 

ভাষার মাস ফেব্রুয়ারীর দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী প্রেসক্লাবে লেখক মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০২৩ বইমেলায় বইটি প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স। প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, মোঃ রেজাউল করিম, প্রেসক্লাবের উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, লেখকের সহধর্মিনী মাকসুদা শিল্পী প্রমুখ। এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনুছ আলী খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি দলিল আরশেদী, সাংবাদিক গাজী মতিয়ার রহমান, এসএম নাসির মাহমুদ, খালেদ মোশাররফ সোহেল, আব্দুল্লাহ আল নোমান, মহসীন মাতুব্বর, নাসরিন শিপু, শিউলী মালা, আবদুর রহমান, কামরুজ্জামান শানু, জোসেফ মাহতাব, মাহতাবুর রহমান .তাহাজুল ইসলাম তিঠু, তানভীর আহমেদ রুবেল, রেজাউল করিম হাদী প্রমুখ।

Print Friendly, PDF & Email