সামাজিক কার্যক্রমে মানবতা জাগ্রত হয়, সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়–আমির হোসেন আমু এমপি

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩ | আপডেট: ৪:২৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্পমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, সামাজিক কার্যক্রমে মানবতা জাগ্রত হয়, সেই সাথে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। এসব কাজে যুবকদেরই অগ্রভাগে ভূমিকা রাখতে হয়। বঙ্গবন্ধুও যুবক ও ছাত্রদের নিয়ে কাজ করতে ভালোবাসতেন। এজন্য আগে ছাত্রলীগ ও পরে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ সবক্ষেত্রেই ছাত্র ও যুবকদের ভুমিকা অপরিসীম। ইয়ুথ অ্যাকশান সোসাইটি – ইয়াসের সদস্যরা সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখেছে তা প্রশংসার দাবিদার। ইয়াসের নানামূখী কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমির হোসেন আমু এমপি ২লাখ টাকা অনুদান প্রদান করেন। ইয়ুথ অ্যাকশান সোসাইটি – ইয়াসের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরাজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিভিল সসার্জন ডা. এইচএম জহিরুল ইসলামসহ আরো অনেকে।
সংগঠনের সভাপতি আবির হোসেন রানা’র সভাপতিত্বে বক্তৃতা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, ইয়াস উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম রাব্বি। এসময় ঝালকাঠি সদর হাসপাতালের মানোন্নয়ন করায় সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, করোনাকালে সহায়তা করায় সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, বধ্যভূমি সংরক্ষণ করায় হাসান মাহমুদ, অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়ার মিরাজকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতাল মিলনায়তনে ঝালকাঠি সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে আমির হোসেন আমু এমপি বলেন, , বঙ্গবন্ধু দক্ষ জনবল তৈরী করে নতুন প্রতিষ্ঠান তৈরীর উদ্যোগ নিতেন। তাদের মাধ্যমেই সেবামূলক প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতেন। বাংলাদেশে বর্তমানে অনেক দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই উন্নত এবং ভালো চিকিৎসা পাওয়া যায়। অগ্রাধিকার ভিত্তিতে ঝালকাঠি সদর হাসপাতালে প্রয়োজনীয় সবকিছুই অগ্রভাগে বরাদ্দ আসবে। ঝালকাঠি সদর হাসপাতালটি আরো আধুনিকায়ন করে মানসম্মত চিকিৎসা সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতাকালে এমপি আমু আরো বলেন, হাসপাতালটির সেবার মান বিগত দিনের চেয়ে বর্তমানে অনেক ভালো। আগে যারা দায়িত্ব পালন করেছেন তারা শুধু চাকরিই করেছেন। উদ্যোগ নিয়ে কোন দায়িত্ব পালন করা হয়নি। হাসপাতালের পরিবেশ এবং সেবার মান নিয়ে সন্তুোষ প্রকাশ করেন তিনি।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরাজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খানসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email