ঝালকাঠির মুহিব্বুল্লাহ বঙ্গবন্ধু স্বর্ণপদকে ভুষিত
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

বঙ্গবন্ধু স্বর্ণপদকে ভুষিত হলেন ঝালকাঠির কৃৃতি সন্তান ড. এইচ. এম. মুহিব্বুল্লাহ। ২০১৫ সালের অনার্স পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করায় তাকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক- ২০২৩ পদকে ভূষিত করেছে অগ্রণী ব্যাংক।১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ঝালকাঠি জেলার সদর উপজেলার বীরকাঠী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল গনি শরীফ একজন সমাজসেবক হিসেবে পরিচিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ পদক অনুষ্ঠানে মঙ্গলবার রাবি সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।
ড. এইচ. এম. মুহিব্বুল্লাহ ড. এইচ. এম. মুহিব্বুল্লাহ ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে ২০০৯ সালে দাখিল (এসএসসি) ও ২০১১ সালে আলিম (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বি এ (অনার্সে) আরবী বিভাগে ভর্তি হন। ২০১৫ সালে অনার্স পরীক্ষায় রেকর্ড সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন এবং ২০১৬ সালে থিসিস গ্রুপে মাস্টার্স করেন। পরে ২০২২ সালে তিনি রাবি থেকেই ‘ত্বহা হোসাইন এবং তার ঐতিহাসিক উপন্যাসসমূহ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।