ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনালে বরিশালকে হারিয়ে বাবুগঞ্জ চ্যাম্পিয়ন

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩ | আপডেট: ১০:০৯:অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে হাওলাদার জেনারেশন ব্যাডমিন্টন টূর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া জৈনপুরী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে বরিশাল ব্যাংকার্স এসোসিয়েশন কে হারিয়ে বাবুগঞ্জ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল হোসাইন পারভেজ মৃধা।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু সুফিয়ান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুম রেজা, দেহেরগতি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার এ.কে.এম সহিদুল হক, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাজী মেজবা উদ্দিন সজল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক খান, সমাজসেবক মোঃ সাইদুর রহমান প্রমুখ।
বিজয়ী দলের ক্যাপটেন ইমরান হোসেন নাইম, নাবিল, পারভেজ। রানারআপ দলের খেলোয়াড় রাজু, রাজু-২, আল আমিন।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন ছাত্রলীগ নেতা মুমিন হাওলাদার।

Print Friendly, PDF & Email