নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩ | আপডেট: ৫:৩৪:অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার(২৭জানুয়ারী) সকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে হামিদা আক্তার ইতি(১২)কে নিজ ঘরের টিনের চালের তাঠের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহতের ফুফু মারা যাওয়ায় সকালে তার মা সেখানে যান এবং তার বাবা কৃষি কাজের জন্য বাড়ীতে ছিলেন না। এরপর বাড়ীর লোকজন তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা মা কে খবর দেন। পরে স্থানীয় মেম্বার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। হামিদা আক্তার ইতি কুলকাঠি শহিদীয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বলে জানিয়েছে তার পরিবার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত(ওসি) মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করেছে।

Print Friendly, PDF & Email