ঝালকাঠিতে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩ | আপডেট: ১০:৩০:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

ঝালকাঠিতে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে জেলার রাজাপুর উপজেলাধীন নৈকাঠি (পালবাড়ি) নামক স্থানে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. আলি হায়দার মহারাজ (৫৩) এবং আংগারিয়া এলাকার মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন শাহিন (৫৬)। থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। রাজাপুর ঘটনার পরপরই মোটর সাইকেলকে চাপা দেয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসুন্ধারা গ্রæপের গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান (খুলনা মেট্রো উ-১১-০১৪৫.) পিরোজপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক রাজাপুর থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহী পিরোজপুর যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
রাত সাড়ে ১০ টায় দুর্ঘটনার পর থেকে প্রায় ঘন্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থান থেকে শুক্রবার রাত ১১ টায় নিহতদের লাশ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ টিমের সদস্যরা।
শনিবার (আজ) ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email