দাবী নয় অধিকার নিয়ে কথা বলবেন–অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩ | আপডেট: ১২:৫৪:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

আরিফ হোসেন, বাবুগঞ্জ : বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান বলেছেন, সকল মানুষের অধিকার সমান। তিনি সংবিধান তৈরি করে গেছেন। সেখানে স্পষ্ট বলা আছে সকল মানুষের সমধিকারের কথা । আমি দেখেছি বিগত দিনে পিছিয়ে পরা জনগোষ্ঠী নিয়ে এনজিও কাজ করে। কিন্তু বেদে সম্প্রদায় নিয়ে কোন এনজিও কাজ করে না। সেখান থেকেই বেদে সম্প্রদায় নিয়ে কাজ করার কথা ভেবেছিলাম। আপনাদের জীবনমান উন্নয়নে ঢাকার সাবার,মুন্সিগঞ্জসহ দেশের বিভন্ন এলাকায় কাজ শুরু করি। হিজরাদের নিয়েও কাজ করার চেষ্টা করছি।
আপনাদের সমস্যা হলো আপনারা চিন্তা চেতনায় নিজেদের একটু ছোট করে দেখেন। মনে রাখবেন আমরা যেমন এদেশের মানুষ আপনিও এদেশের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে স্কুলে আপনাদের বাচ্চারা পরতে পারবে।
মাছ ধরা খারাপ পেশা নয়। সকল পেশার সবাইকে নিয়েই একটি সমাজ। নিজেদের অধিকার নিয়ে কথা বলবেন, দাবী নিয়ে নয়। অপরাধ থেকে দুরে থাকতে হবে। এখন আইজিপি অফিসেও আপনাদের সম্প্রদায়ের লোক চাকরি করে। সাবারে বেদে সম্প্রদায়ের সকল ধরনের সুবিধা দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে দেখেন সেখানে কেউ বেকার নেই। আশাকরি সমাজে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশের আয়োজনে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দিন মানিক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান,টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহজাহান হোসেন (পিপিএম)।
পরে উপজেলার বিভিন্ন স্থানের ভাসমান বেদে সম্প্রদায়ের ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email